মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে মিটার পেতে আপনাকে যা করতে হবেঃ-

প্রথমে আপনাকে পল্লাী বিদ্যুৎ এর ওয়েবসাইটে মিটারের জন্য আবেদন করতে হবে। আর এই আবেদনের জন্য আপনাকে যা সঙ্গে আনতে হবে তা হলো
১। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।(যার নামে মিটার আনতে চান)
২। এক কপি রঙ্গিন সত্যায়িত পাসপোর্ট সোইজের ছবি।
৩। যে জমিতে মিটার বসাবেন সে জমির খারিজ/খতিয়ান/পর্চা সত্যায়িত(চেয়ারম্যান/.....)।
৪। যে খুটি/পিলার থেকে সংযোগ নিবেন সেই খুটির অন্য যে কোন একজনের বিদ্যুৎবিলের কপি(ফেরতযোগ্য)।
৫। হাউস ওয়্যারিং রিপোর্ট।
৬। আর্থিং রডের মেমো ।
৭। পোল/খুটি হতে যেখানে মিটার বসাবেন সেই দুরত্ব(ফিট)।